খেলাধুলা

এভারটনের মাঠে এক হালি গোল খেল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার স্মৃতি এখনো টাটকাই। এর মাঝেই আরেকটি ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ৪-০ গোলে হেরেছে ‘রেড ডেভিল’রা। গুডিসন পার্কে রোববার ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে ইউনাইটেড। স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিলফি সিগুর্ডসন। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের জালে আরো দুইবার বল পাঠায় এভারটন। ৫৬ মিনিটে ডিগনি আর ৬৪ মিনিটে অতিথিদের জালে চতুর্থ পেরেকটি ঠুকে দেন ওয়ালকট। ২০১৬ সালের পর এটাই ইউনাইটেডের সবচেয়ে বড় হার। তিন বছর আগে চেলসির কাছেও তারা হেরেছিল ৪-০ গোলে। অন্যদিকে ১৯৮৪ সালের অক্টোবরের পর যেকোনো প্রতিযোগিতায় ইউনাইটেডের বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় এভারটনের। সেবার তারা জিতেছিল ৫-০ গোলে।  এই হারে পয়েন্ট টেবিলের সেরা চারে থেকে লিগ শেষ করার লড়াইটাও কঠিন হয়ে গেল ইউনাইটেডের জন্য। ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে এভারটন। রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/পরাগ