খেলাধুলা

এমবাপের হ্যাটট্রিকে পিএসজির শিরোপা উৎসব

ক্রীড়া ডেস্ক : গত দুই সপ্তাহ ধরেই শিরোপা উৎসবের অপেক্ষায় ছিল পিএসজি। কিন্তু টানা তিন ম্যাচ জিততে ব্যর্থ হওয়ায় অপেক্ষাটাও বেড়ে গিয়েছিল। কাল দ্বিতীয় স্থানে থাকা লিল তুলজের সঙ্গে ড্র করায় নিজেরা মাঠে নামার আগেই অবশ্য পিএসজির শিরোপা নিশ্চিত হয়ে যায়। টমাস টুখেলের দল পরে শিরোপা উৎসব করেছে জয় দিয়েই। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে তারা মোনাকোকে হারিয়েছে ৩-১ গোলে। শেষ সাত মৌসুমে এটি পিএসজির ষষ্ঠ লিগ ওয়ান শিরোপা, সব মিলিয়ে অষ্টম। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর মাঠে ফেরার দিনটা শিরোপা জিতেই উদযাপন করেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা বদলি হিসেবে মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। যদিও নেইমারের ফেরাটা ঢাকা পড়ে গেছে এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে।

 

কদিন আগে প্যারিসের বিশ্বখ্যাত নটর ডেম ক্যাথেড্রাল আগুনে পুড়ে যাওয়ার ঘটনার স্মরণে পার্ক দে প্রিন্সেসে কাল বিশেষ জার্সি পরে নেমেছিলেন এমবাপেরা। ম্যাচের ১৫ মিনিটে দারুণ এক গোলে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। পাল্টা আক্রমণে মুসা দিয়াবির বাড়ানো বল বক্সের ভেতর পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। দানি আলভেজের সঙ্গে ওয়ান টু খেলে নিচু শটে লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সি ফরোয়ার্ড। ৫৫ মিনিটে তার তৃতীয় গোলেও অবদান ছিল আলভেজের। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের কাটব্যাকে বল পেয়ে খুব কাছ থেকে জালে পাঠিয়ে এমবাপে পূর্ণ করেন হ্যাটট্রিক। দশ মিনিট বাকি থাকতে গলোভিনের গোল মোনাকোর পরাজয়ের ব্যবধানই কমায় শুধু।

 

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে এক মৌসুমে ৩০ গোল করার কীর্তি গড়লেন এমবাপে। গত ১৬ বছরে এই প্রথম কোনো ফরাসি খেলোয়াড় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে এত গোল করলেন। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেনালের হয়ে থিয়েরি অঁরিও করেছিলেন ৩০ গোল। শেষ তিন মৌসুমেই লিগ ওয়ান শিরোপা জেতা একমাত্র খেলোয়াড়ও হলেন এমবাপে। এর মধ্যে তিনি মোনাকোর হয়ে একটি, পিএসজির জার্সিতে জিতেছেন টানা দুটি শিরোপা। রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/পরাগ