খেলাধুলা

বদলে গেল আইপিএলের ফাইনালের ভেন্যু

ক্রীড়া ডেস্ক : আইপিএলের দ্বাদশ আসরের ফাইনাল হওয়ার কথা ছিল চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে। কিন্তু সেখানে আর হচ্ছে না। আইপিএলের চলমান আসরের ফাইনালের নতুন ভেন্যু হিসেবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড নির্ধারণ করেছে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামকে। ১২ মে সেখানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। মূলত তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) ব্যর্থতার কারণে বদলে গেল আইপিএলের ফাইনালের ভেন্যু। বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলেছিল ফিট না থাকা তাদের তিনটি স্ট্যান্ড চালু করতে। সে লক্ষ্যে টিএনসিএ তাদের স্থানীয় সরকারের কাছে বরাদ্ধ চেয়ে আবেদনও করেছিল। কিন্তু তারা এখনই ওই তিনটি স্ট্যান্ডের সংস্কার করতে পারছে না। সে কারণে ১২ হাজার টিকেটের বিষয়টি চিন্তা করে বিসিসিআই বাধ্য হয়েছে ভেন্যু পরিবর্তন করতে। ভেন্যু পরিবর্তনের বিসয়ে বিসিসিআই এর কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর এর প্রধান বিনোদ রায় বলেছেন, ‘আমরা চেন্নাই থেকে ম্যাচগুলো হায়দরাবাদে স্থানান্তর করে নিয়েছি। কারণ, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের বলেছে যে তারা বন্ধ থাকা তিনটি স্ট্যান্ড (আই, জে এবং কে) চালু করতে পারবে না। যেহেতু নকআউট পর্বের ম্যাচগুলো বিসিসিআইয়ের বিশেষ এখতিয়ারভুক্ত, সে কারণে আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কারণ বন্ধ থাকা তিন স্ট্যান্ডে ১২ হাজার টিকিট রয়েছে। তবে সেখানে আমরা কোয়ালিফায়ার-১ সেখানে করব। এলিমিনেটর ও কোয়ালিফায়ার-২ হবে ভিশাখাপত্তনমে। আর ফাইনাল হবে হায়দরাবাদে।’ যেহেতু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের বন্ধ থাকা তিনটি স্ট্যান্ড চালু করতে পারবে না, তাহলে তাদের কেন কোয়ালিফায়ার-১ ও ফাইনাল দেওয়া হয়েছিল? জবাবে বিনোদ বলেন, ‘চেন্নাই যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, সেহেতু তাদের জন্য কোয়ালিফায়ার-১ ও ফাইনাল আয়োজন বরাদ্ধ রেখেছিলাম। এখন তারা যদি সেরা দুইয়ে থাকে, তাহলে তো তাদের সব ম্যাচ আপনি অ্যাওয়েতে খেলাতে পারেন না। তারা নক-আউট পর্বের অন্তত দুটি ম্যাচ ডিজার্ভ করে।’ ফিট না হওয়ায় ২০১২ সাল থেকেই স্টেডিয়ামটির আই, জে ও কে স্ট্যান্ড বন্ধ রয়েছে। সেটা তারা এখনো সংস্কার করতে পারেনি। এবার তাদের সময় বেধে দেওয়া হয়েছিল। এবারও পারেনি তারা। সে কারণে স্ট্যান্ডবাই হিসেবে হায়দরাবাদকে রাখা হয়েছিল।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/আমিনুল