খেলাধুলা

ঘরের মাঠে হেরে গেল টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক : প্রিমিয়ার লিগ শেষ হতে আর দুই ম্যাচ বাকি। এমন সময়ে ৩৬তম ম্যাচে হার মানলো টটেনহ্যাম হটস্পার। তাও আবার ঘরের মাঠে ওয়েস্টহ্যামের কাছে। আজ শনিবার ১-০ ব্যবধানে হেরে গেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম। নতুন স্টেডিয়ামে এটা স্পার্সদের প্রথম হার। আগের চার ম্যাচের চারটিতেই জিতেছিল পচেত্তিনোর শিষ্যরা। এমনকী একটি গোলেও হজম করেনি তারা। আজই প্রথম গোল হজম করলো নতুন মাঠে। ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে গেছে তারকা ফরোয়ার্ড হ্যারি কেনের। তার উপর আজ ম্যাচের শুরুতে ছিলেন না ফার্নান্দো লরেন্তে। তাই আক্রমণভাগের দায়িত্বে ছিলেন দক্ষিণ কোরিয়ান সন হিউং-মিন। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৬৭ মিনিটে এগিয়ে যায় সফরকারী ওয়েস্টহ্যাম ইউনাইটেড। এ সময় ওয়েস্টহ্যামের মার্কো আরনাউতোভিচ ক্রসে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটা বুক দিয়ে রিভিস করেন মিকাইল অ্যান্তোনিও। এরপর ডান পায়ে শট নেন। বল বাম কোনা দিয়ে জালে প্রবেশ করে। বাকি সময়ে অবশ্য এই গোলটি আর শোধ দিতে পারেনি স্পার্সরা। তাতে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ৩৬ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। সমান ম্যাচ থেকে ওয়েস্টহ্যামের সংগ্রহ ৪৬ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে। রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/আমিনুল