খেলাধুলা

আর্সেনালকে বিদায় বললেন রামসি

ক্রীড়া ডেস্ক: অ্যামিরেটস স্টেডিয়ামের সঙ্গে এগারো বছরের বন্ধন ছিন্ন করে নতুন ঠিকানায় পাড়ি দিচ্ছেন অ্যারন রামসি। মৌসুমের শুরু থেকেই আর্সেনাল ছেড়ে তার জুভেন্টাসে যোগ দেওয়ার কথা জানা গিয়েছিল। মৌসুমের শেষপ্রান্তে এসে এবার গানারদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ওয়েলস এ তারকা। দীর্ঘ এগারো বছরের ক্যারিয়ারে আর্সেনালে অনেক বন্ধু তৈরি হয়েছে রামসির। মাঠের বাইরে ও ভিতরে কত স্মৃতি, কত ঘটনা পুঁজি করে নিয়ে যাচ্ছেন তিনি। তাই বিদায়ের সময় আবেগী হয়ে উঠতে দেখা গেছে রামসিকে। ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের ড্রয়ের ম্যাচে তাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। মাঠে সতীর্থরা গার্ড অব অনার দেওয়ার সময় অশ্রুসিক্ত নয়নে দেখা গেছে এ মিডফিল্ডারকে। ফ্রি অব ট্রান্সফারে ইতালির অন্যতম সেরা ক্লাব জুভেন্টাসে যোগ দিচ্ছেন তিনি। আর্সেনালে আনুষ্ঠানিক বিদায় নিয়ে আবেগী রামসি ক্লাবের ওয়েবসাইটে জানান, ‘এটা একটা আবেগী দিন ছিল। এটা ছিল এগারো বছরের একটি অধ্যায়ের সমাপ্তি যেখানে মাঠের বাইরে ও ভিতরে আমি বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি। আমি এখানে থেকে পরিণত হয়েছি। দীর্ঘ সময় ধরে সুযোগ পাওয়ায় আমি ক্লাবটির কাছে কৃতজ্ঞ। এখানে বেশি কিছু মহান বন্ধু ও ভালো মানুষ পেয়েছি। আর্সেন ওয়েঙ্গার এনে সুযোগ দেওয়াটি ছিল সত্যিই আমার জীবনে বিশেষ কিছু। আমাকে সমর্থন দেওয়ার জন্য সব কোচিং স্টাফ ও ভক্তদের ধন্যবাদ জানাই।’ ২০০৮ সালে কার্ডিফ থেকে আর্সেনালে যোগ দেন রামসি। অ্যামিরেস্ট স্টেডিয়ামের ক্লাবটির হয়ে তিনটি এফএ কাপ শিরোপা জিতেছেন তিনি। ২০১৪ সালে হালসিটি ও ২০১৭ সালে চেলসির বিপক্ষে ফাইনাল ম্যাচে দলকে জয়সূচক গোল উপহার দিয়েছিলেন তিনি। গত মাসে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে নাপোলির বিপক্ষে ম্যাচে আর্সেনালের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন রামসি। ওই ম্যাচে পেশিতে চোট পাওয়ার গানারদের হয়ে আর মাঠে নামা হয়নি ২৮ বছর বয়সি তারকার। রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৯/শামীম