খেলাধুলা

তাসকিনকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক : আজ সকাল থেকেই জোরালো গুঞ্জন চলছে- আবু জায়েদ রাহীকে বাদ দিয়ে বিশ্বকাপের ১৫ জনের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাসকিন আহমেদকে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে গুলশানে নিজ বাসভবনে নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘এই কথাটা (তাসকিনকে অন্তর্ভুক্ত করা) আগে থেকেই ছিল। কিন্তু এ রকম কোনো সিদ্ধান্ত আমরা এখনো নিইনি। মূল বিষয় হচ্ছে, এই কথা সব সময় ছিল যে, আমাদের যে চারজন পেসার আছে, মাশরাফি, রুবেল, মুস্তাফিজ এবং রাহী; এই চারজনের উচ্চতা মোটামুটি একই রকম, পেসও এক। কিন্তু রুবেল হয়তো একটু বেশি জোরে বল করে। বলের ধরনও একই ধরনের।’ ‘আপনি যদি বৈচিত্র চান, তাহলে রাহীর মধ্যে কিন্তু আহামরি তেমন বৈচিত্র নেই। একমাত্র তাসকিন বৈচিত্র আনতে পারে। তার উচ্চতা অনেক। এর সাথে ওর পেস। এ ছাড়া বাউন্সার। যা ওখানে অনেক বেশি দরকার মনে হচ্ছে। ওরা (টিম ম্যানেজমেন্ট) মনে করছে, তাসকিনের বাউন্সার অনেক ভালো। ও থাকলে বৈচিত্র থাকে। কিন্তু দলে থাকলেই সুযোগ পাবে, তার কিন্তু নিশ্চয়তা নেই। মাশরাফি-মুস্তাফিজ খেলছে। তাদের সাথে সাইফউদ্দিন আছে। রুবেলের মতো একজন খেলোয়াড় কিন্তু বসে আছে।’ নির্বাচকরা তাসকিনের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ছিলেন না বলে তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছিল। বোর্ড সভাপতি মনে করেন, তাসকিন এখনো ফিট নন। তবে নিজেকে ফিট প্রমাণ করতে পারলে বিশ্বকাপ দলে তাসকিন সুযোগ পেতেও পারেন বলে ধারণা দিলেন নাজমুল, ‘ও (তাসকিন) প্রথমে দলে ছিল না, কারণ সে ফিট ছিল না। এখন আপনারা বলতে পারেন ও তো এখন ফিট। কিন্তু আমার কাছে এখনো ফিট না। ও বল করছে, কিন্তু ফিট না। ছন্দটা এখনো ফিরে পায়নি। লাইন-লেংথ ঠিক হয়নি। যা হোক, এই অবস্থায় রাহীকে কোনো সুযোগ না দিয়ে তাকে (তাসকিনকে) নেওয়া ঠিক হবে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমার কাছে ওকে নেওয়ার কোনো প্রস্তাব আসেনি। আপনাদের কাছ থেকেই জানলাম। এখন ও যদি ফিট হয়, তাহলে আমরা ওকে নিতে পারব। ২২ তারিখ পর্যন্ত সময় আছে।’ ‘এখন ও যদি ফিট হয়ে ওঠে এবং ভালো করে বোলিং করতে পারে (তাহলে হয়তো বিশ্বকাপ দলে থাকবে)। ওদিকে, রাহির বলও তো দেখা হলো না। আমার মনে হয় এখনই এ বিষয়ে মন্তব্য করা একটু তাড়াতাড়িই হয়ে যায়। কেউ যদি ইনজুরড হয়, তাহলে ওকে নেওয়া হতে পারে। যদি সে নিজেকে অন্যদের চেয়ে ভালো প্রমাণ করতে পারে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যদি পরের ম্যাচটি জিতি, তাহলে হয়তো তার পরের ম্যাচে আমরা ঝুঁকি নিতে পারি।’ ‘আরেকটা কথা হলো মূল একাদশে ওদের কোনো সুযোগ দেখি না। মাশরাফিকে কি আমরা বসিয়ে দিব? মুস্তাফিজকে কি বসিয়ে দিব? এর মধ্যে সাইফউদ্দিন ভালো খেলছে। সে যদি না খেলতে পারে, তাহলে রুবেল আছে। এরপর কী হবে, তা তো অনেক পরের ব্যাপার। আমি কিন্তু দেখি আগে প্রথম ১১ জন কারা হচ্ছে। ১১ বা ১২ অথবা বড়জোর ১৩ জন আমরা আগে দেখি। অসাধারণ কিছু না হলে বর্তমান কম্বিনেশন ভাঙার সুযোগ দেখি না’- বলেছেন বোর্ড প্রধান। আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে রাহী কিংবা তাসকিনের কেউই সুযোগ পাননি। তাসকিন আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেও রাহী সেখানেও ছিলেন না। তাসকিন শুরুতে ত্রিদেশীয় সিরিজের দলেও ছিলেন না। তাকে ও ফরহাদ রেজাকে দলে অন্তর্ভুক্ত করা হয় পরে। আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৯/পরাগ