খেলাধুলা

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিল উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনে উইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে। জিততে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ সর্বোচ্চ ৮৭ রান করেছেন। ৬২ রান করেছেন জ্যাসন হোল্ডার। বল হাতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৪টি উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টস জিতে উইন্ডিজ ব্যাট করতে নেমে ৩৭ রানেই প্রথম উইকেট হারায়। মাশরাফির বলে সৌম্য সরকারের হাতে ফিরে যান আগের ম্যাচে ১৪৮ রানের ইনিংস খেলা সুনীল অ্যামব্রিস। ৫৬ রানের মাথায় ফিরে যান ড্যারেন ব্রাভো। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ৬টি রান আসে তার ব্যাট থেকে। ৮৯ রানের মাথায় রোস্টন চেজকে ফেরান মুস্তাফিজ। ফিজের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান চেজ (১৯)। এরপর জনাথান কার্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফিজ। তাতে ৯৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। সেখান থেকে দলের হাল ধরেন শেই হোপ ও অধিনায়ক জ্যাসন হোল্ডার। তারা দুজন ১০০ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৯৯ পর্যন্ত নিয়ে যান। এই রানে হোপকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মাশরাফি। এবার মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে হোপকে সাজঘরের পথ দেখান মাশরাফি। ১০৮ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় ৮৭ রান করে যান উদ্বোধনী এই ব্যাটসম্যান। হোপ ফিরে যাওয়ার ৮ রানের মাথায় অধিনায়ক হোল্ডারও সাজঘরের পথ ধরেন। সেই মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে তাকেও ফেরান মাশরাফি। ৭৬ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন হোল্ডার। এরপর ২১১ রানে ফাবিয়ান আলেনকে এলবিডব্লিউ করেন সাকিব আল হাসান। এরপর ২৩৪ রানে অ্যাশলে নার্স ও ২৩৬ রানে রেইফেরকে আউট করেন মুস্তাফিজ। কেমার রোচ ও শ্যানন কটরেল যথাক্রমে ৩ ও ৮ রানে অপরাজিত থাকেন। তাতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। বল হাতে মুস্তাফিজ ৯ ওভারে ১ মেডেনসহ ৪৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। মাশরাফি ১০ ওভার বল করে ৬০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।   আগের তিন ম্যাচের দুটিতে জিতে ইতিমধ্যে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ জিতলে বাংলাদেশও ফাইনাল নিশ্চিত করবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৯/আমিনুল