খেলাধুলা

ওয়ালটন জাতীয় জুনিয়র দাবার শীর্ষে ৪ জন

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘ওয়ালটন জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস-২০১৯ (ওপেন ও বালিকা)। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২১ মে পর্যন্ত। আজ শনিবার প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চার রাউন্ড শেষে ওপেন বিভাগে ৩ জন ও বালিকা বিভাগে ১ জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন বিভাগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন- পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ময়মনসিংহের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির স্বর্নাভো চৌধুরী। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি সাদনান হাসান দিহান সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৪ জন খেলোয়াড়। এরা হলেন- এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির জান্নাতুল ফেরদৌস, আহমেদ ওয়ালিজা, কাজী জারিন তাসনিম ও তাসনিয়া তারান্নুম অর্পা। আড়াই পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেনন- গাইবান্ধার সানজিদা সাকিব, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু ও রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী ওইশরাত জাহান দিবা। চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে চতুর্থ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার ফাহাদ  মোঃ আনোয়ার হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত নাইম হককে, স্বর্নাভো  মোঃ সাজিদুল ইসলামকে, দিহান অমিত বিক্রম রায়কে, ইয়াসীর আলী খান ইভান মারযুক চৌধুরীকে, মোঃ রাশিদুজ্জামান রাকিব রায়হান ইসলামকে, মোতুর্জা মাহাথির ইসলাম এস এম ফারহান শাহরিয়ারকে, নাফিম আল করীম সাদাত কিবরিয়া অয়নকে, মাহিন আহমেদ শুভ জাইফ খন্দকারকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় মাবরুর নেওয়াজকে, মোঃ আসাবুবুর রহমান টাইফ মোঃ শাকিল মিয়াকে ও মোঃ রাজীব হাসান রায়হান সোবহান আপনকে হারান। মোহাম্মদ শফিকুল ইসলাম মুশফিক ইসলাম জিহানের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

 

বালিকা বিভাগে নোশিন ওয়ালিজাকে, জান্নাত সানজিদাকে, জারিন ওয়াদিফা আহমেদকে, অর্পা নুশরাত জাহান মনিকে ও দিবা নুশরাত জাহান আলোকে পরাজিত করেন। খুশবু জান্নাতুল ফেরদৌসীর সাথে ড্র করেন। আগামীকাল রোববার দুপুর ২টা থেকে একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।   এবারের এই প্রতিযোগিতায় ওপেন বিভাগে ঢাকা শহর এবং ২৫টি জেলা থেকে ৬৪ জন খেলোয়াড় এবং বালিকা বিভাগে ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৯/আমিনুল