খেলাধুলা

মাঠে ফিরে অলরাউন্ড সিংহাসনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক: ইনজুরির কারণে মাঠে থাকতে পারছিলেন না সাকিব আল হাসান। ওয়ালটন ত্রিদেশীয় সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক সিরিজে ফিরেছিলেন।  আর ফিরেই ফিরে পেয়েছেন নিজের পুরোনো সিংহাসন। গত বছর সাকিবকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। আফগান লেগ স্পিন অলরাউন্ডারকে টপকে সাকিব আজ ফিরে পেয়েছেন নিজের সিংহাসন।  যেখানে দীর্ঘ কয়েক বছর ধরেই চলছে তার রাজত্ব। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী সাকিবের রেটিং পয়েন্ট ৩৫৯।  দুইয়ে থাকা রশিদ খানের রেটিং পয়েন্ট ৩৩৯। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন মোহাম্মদ নবী। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে রশিদ খানের দারুণ পারফরম্যান্সে সিংহাসন হারিয়েছিলেন সাকিব। প্রথমবারের মতো অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন এ ক্রিকেটার। মহাদেশীয় টুর্নামেন্টে ১০ উইকেট ও ৮৭ রান করেছিলেন।  আট মাসের ব্যবধানে সাকিব ফিরে পেলেন নিজের পুরোনো জায়গা। মাঝের সময়টায় অবশ্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বাঁহাতি অলরাউন্ডার।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন তিন ওয়ানডে। এরপর ইনজুরির কারণে ছিটকে যান নিউজিল্যান্ড সিরিজ থেকে।  আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলেন।  কিন্তু তিন ম্যাচের বেশি খেলতে পারেননি। খেলেননি ঐতিহাসিক ফাইনাল ম্যাচেও।  এশিয়া কাপের পর ৬ ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে ২৩৫ রান। পেয়েছেন ৫ উইকেট। ২০০৯ সালে সর্বপ্রথম ওয়ানডে অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব।  এরপর দীর্ঘ এক দশক অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ে নিজের প্রভাব বিস্তার করেছেন।  বিশ্বকাপের ঠিক আগে সাকিব ফিরেছেন নিজের সেরা জায়গায়।  এ অর্জন বিশ্বমঞ্চে বাড়তি আত্মবিশ্বাস দেবে তা বলার অপেক্ষা রাখে না। রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/ইয়াসিন