খেলাধুলা

ইনডোর এশিয়া কাপ হকির জন্য প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : থাইল্যান্ডের ব্যাংককে ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনডোর এশিয়া কাপ হকি প্রতিযোগিতা-২০১৯। এই প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশ জাতীয় হকি দল। সে লক্ষ্যে অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রশিক্ষণ ক্যাম্পের জন্য আজ বুধবার ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেখান থেকে বাছাই করে পবর্তীতে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। মনোনীত খেলোয়াড়দের আগামীকাল দুপুর ২ টায় কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামান এর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রাথমিক দল : ১. অসীম গোপ   (জিকে)     ২. আবু সাঈদ নিপ্পন  (জিকে) ৩.বিপ্লব কুজুর   (জিকে)     ৪. আল আমিন মিয়া   (জিকে)     ৫. ইমরান হাসান পিন্টু     ৬. মো: খোরশেদুর রহমান     ৭. মো: ফরহাদ আহমেদ শিতুল     ৮. মো: আশরাফুল ইসলাম     ৯. কামরুজ্জামান রানা     ১০. সোহানুর রহমান সবুজ     ১১. সারোয়ার হোসেন     ১২. রোমান সরকার     ১৩. নাঈম উদ্দিন     ১৪. ফজলে হোসেন রাব্বি     ১৫. রাসেল মাহমুদ জিমি     ১৬. পুস্কর খীসা মিমো     ১৭. মিলন হোসেন     ১৮. মঈনুল ইসলাম কৌসিক ১৯. মো: আরশাদ হোসেন ২০. মো: মাহবুব হোসেন ২১. দ্বীন ইসলাম ইমন ২২. সারোয়ার মোর্শেদ শাওন ২৩. শফিউল আলম শিশির ২৪. হাসান জুবায়ের নিলয় ২৫. মো: মহসীন ২৬. আবেদ উদ্দিন ২৭. প্রিন্স লাল সামন্ত ২৮. রেজাউল করিম বাবু ২৯. মেহেদী হাসান ৩০. তাহের আলী ৩১. মো: রাকিন ৩২. রাজু আহমেদ তপু ৩৩. আল নাহিয়ান শুভ ৩৪. সিফাত আহমেদ। রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/আমিনুল