খেলাধুলা

ফ্রেঞ্চ ওপেনে সেমিতে মুখোমুখি নাদাল-ফেদেরার

ক্রীড়া ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। এবার এ টুর্নামেন্টের সেমিফাইনালে সময়ের সেরা আরেক বড় তারকার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে তাকে। শেষ চারের মঞ্চে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের মুখোমুখি হবেন নাদাল। স্তান ভাভরিঙ্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরার। মঙ্গলবার সুইস তারকার জয়ের খানিক আগে কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে ৬-১, ৬-১, ৬-৩ গেমে হারান নাদাল। কোয়ার্টার ফাইনালের মঞ্চে স্বদেশি তারকা স্তান ভাভরিঙ্কার বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছেন ফেদেরারকে। ৩ ঘণ্টা ১৭ মিনিট লড়াই শেষে ৭-৬ (৭-৪), ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-৪ গেমে জিতেছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। চার বছরে প্রথমবার রোলাঁ গাঁরোতে খেলছেন ফেদেরার। ২০১৬ সালে পিঠের চোটে খেলেননি। আর গত দুই আসরে বিশ্রামে থাকতে নিজেই সরে দাঁড়ান। ২০১২ সালের পর প্রথমবার প্যারিসের এই কোর্টে সেরা চারে উঠলেন ফেদেরার। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেনে এনিয়ে ১২তম সেমিফাইনালে নাদাল। সেরা চারে এর আগে ১১ বার উঠে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘দারুণ অনুভূতি হচ্ছে, অনেক আপ্লুত আমি। আরেকটি সেমিফাইনালে ওঠা গুরুত্বপূর্ণ ছিল। আমি খুব খুশি।’ শুক্রবার ফেদেরারের সঙ্গে ৩৯তম দ্বৈরথে নামবেন নাদাল। ২০১১ সালের পর প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে মুখোমুখি হচ্ছে তারা। ফেবারিট স্প্যানিশ তারকাই। এই টুর্নামেন্টে আগের পাঁচবারের দেখায় সবগুলো জিতেছেন ১১ বারের চ্যাম্পিয়ন। সব মিলিয়ে সুইস প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তিনি ২৩-১৫ ব্যবধানে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে এগিয়ে রাখতে হবে ফেদেরারকে। সবশেষ ৫ বারের দেখায় সবগুলোতে জয়ী হন ফরাসি এ তারকা। রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৯/শামীম