খেলাধুলা

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কক্সবাজার বিচে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলতি মাসে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিচ ঘোড়দৌড় প্রতিযোগিতা-২০১৯।’ প্রতিযোগিতার বিষয়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আমরা বিচ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। ২১ ও ২২ জুন বিচে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মূলত কক্সবাজারকে প্রমোট করার লক্ষ্যেই এটা আয়োজন করা। কক্সবাজারকে বিশে^র কাছে তুলে ধরার চেষ্টা করা। এই প্রতিযোগিতায় কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা অংশ নিবে। ওয়ালটন গ্রুপ সব সময়ই আমাদের পাশে থাকে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’  প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ঘোড়দৌড় আমাদের ঐতিহ্যের অংশ। বহুকাল থেকে এই খেলাটি আবহমান বাংলায় চলে আসছে। সেটাকে আমরা প্রমোট করতে চাই। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বিচে। আমরা নানা আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সবার প্রিয় কক্সবাজারকে প্রমোট করার চেষ্টা করি। এবার ঘোড় দৌড়ের মতো জনপ্রিয় একটি প্রতিযোগিতার মাধ্যমে প্রমোট করার চেষ্টা করব। প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য তারিখ ২১ ও ২২ জুন। তবে আবহাওয়াজনিত কারণে প্রতিযোগিতার সূচি পরিবর্তিত হতে পারে।’ এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৯/আমিনুল