খেলাধুলা

নেদারল্যান্ডসে সানার নতুন ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক : নেদারল্যান্ডসে চলমান ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের আর্চার মো. রোমান সানা। বাংলাদেশের আর্চারির ইতিহাসে এই প্রথম কোনো আর্চার ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। আজ রোববার রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের সানা ইতালির মৌরো নেসপোলিকে ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় করেন। এর আগে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে দ্বিতীয় কোনো বাংলাদেশি অ্যাথলেট হিসেবে সরাসরি ২০২০ অলিম্পিকে খেলার সুযোগ পান তিনি। যদিও সেমিফাইনালে তিনি হেরে যান। কিন্তু ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে জিতে প্রথম কোনো বাংলাদেশি আর্চার হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জয় করেন। মঙ্গলবার সকালে দেশে ফিরে আসবেন সানা ও বাংলাদেশ দল। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/আমিনুল