খেলাধুলা

পিছিয়ে গেল ওয়ালটন-ডিসি সাহেবের বলি খেলা

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ওয়ালটন ডিসি সাহেবের বলি খেলা-২০১৯ ও বৈশাখী মেলা’। কক্সবাজারস্থ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী বলি খেলা ও তিনদিন ব্যাপী বৈশাখী মেলা বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই জানানো হবে। এ বিষয়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু বলেন, ‘বলি খেলা ও বৈশাখী মেলা আয়োজনের সকল প্রস্তুতি আমার সম্পন্ন করেছিলাম। কিন্তু আবহাওয়ার উপর তো আমাদের কারো হাত নেই। কক্সবাজারে বর্তমানে তিন নম্বর সতর্ক সংকেত চলছে। সে কারণে আমরা বলি খেলা ও বৈশাখী মেলা পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। আবহাওয়ার উন্নতি হলে শিগগিরই আমরা নতুন তারিখ নির্ধারণ করে সকলে জানিয়ে দিব।’ এবারের এই ওয়ালটন ডিসি সাহেবের বলি খেলায় শতাধিক খ্যাতিমান ও স্বনামধন্য বলি অংশ নিবেন। প্রত্যেকটা ক্যাটাগোরির চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও অন্যান্যদের আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকেও পুরস্কৃত করা হবে। এ ছাড়া বলি খেলায় অংশ নেওয়া প্রত্যেক বলিকে অংশগ্রহণ ফি দেওয়া হবে। এবারের ডিসি সাহেবের বলি খেলা তিনটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। প্রথম ক্যাটাগোরির চ্যাম্পিয়ন ১৫ হাজার ও রানার্স-আপ ১০ হাজার টাকা প্রাইজমানি পাবেন। দ্বিতীয় ক্যাটাগোরির চ্যাম্পিয়ন ১০ হাজার ও রানার্স-আপ ৭ হাজার টাকা প্রাইজমানি পাবেন। আর তৃতীয় ক্যাটাগোরির চ্যাম্পিয়ন ৭ হাজার ও রানার্স-আপ ৫ হাজার টাকা প্রাইজমানি পাবেন। এ ছাড়া প্রত্যেকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন। আর বৈশাখী মেলায় নাগরদোলা, হস্ত শিল্প, কুটির শিল্প, তাঁত শিল্প, বস্ত্র শিল্প, মৃৎ শিল্প ও দেশীয় পণ্যের বিপুল সমাহার থাকবে। উল্লেখ্য, ১৯৫৬ সালে এস.ডি.ও সাহেবের বলি খেলা নামে প্রথমবারের মতো কক্সবাজারে বলি খেলা শুরু হয়। এরপর ১৯৮৪ সালে কক্সবাজার মহাকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পর এস.ডি.ও সাহেবের বলি খেলা পরিবর্তিত হয়ে ডি.সি. সাহেবের বলি খেলায় রূপান্তরিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লীলাভূমি, পর্যটন নগরী কক্সবাজারের দীর্ঘ সময়কার ইতিহাস, ঐতিহ্য ও বর্ণিল সংস্কৃতিতে নতুন এক অধ্যায় এই আয়োজন। এবারের এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, কক্সবাজার। মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজি পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৯/আমিনুল