খেলাধুলা

পিএসজি ছাড়ছেন দানি আলভেস

ক্রীড়া ডেস্ক: দুই মৌসুম কাটানোর পর পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাইটব্যাক দানি আলভেস। কোপা আমেরিকায় পেরুকে ৫-০ গোলে বিধ্বস্ত করার কয়েক ঘন্টা পর ইন্সটাগ্রামে এই ঘোষণা দেন তিনি। সেভিয়া, বার্সেলোনা ও জুভেন্টাসে ঈর্ষনীয় সাফল্যের পর ২০১৭ সালে প্যারিসে পাড়ি জমান এই ৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান। প্যারিসের ক্লাবটিতে দুই মৌসুম খেলে দানি আলভেসের ঝুলিতে জমা হয়েছে দুটি লিগ ওয়ান শিরোপা এবং একটি ফ্রেঞ্চ কাপ শিরোপা। ক্লাব ছাড়লেও পরবর্তী গন্তব্যের ব্যাপারে কিছু জানাননি তিনি। ইন্সটাগ্রামে দীর্ঘ একটি পোস্টে তিনি বিদায়ী বার্তা দিয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীদের। তিনি বলেন, ‘আজ আমার জীবনের আরো একটি চক্র শেষ হচ্ছে। একটি অর্জনের চক্র, একটি শিক্ষা ও অর্জনের চক্র। আমি একসাথে ক্লাবের ইতিহাসে আরো একটি পৃষ্ঠা যোগ করার সুযোগের জন্য পিএসজি পরিবারকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই সকল স্টাফদেরকে, প্রথম দিন থেকেই তাদের দেয়া ভালোবাসা, সম্মান আর সহযোগিতার জন্য।’ পিএসজিতে আসার আগে আগে দানি আল্ভেস সেভিয়ায় ৬ মৌসুম, বার্সেলোনায় ৮ মৌসুম এবং জুভেন্টাসে এক মৌসুম কাটিয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/নুরুল/আমিনুল