খেলাধুলা

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশ হকি দল অংশ নিতে যাচ্ছে ইনডোর এশিয়া কাপ হকিতে। ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে এশিয়ার ২১টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। 

এই টুর্নামেন্টের জন্য আজ বুধবার ১২ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তিনজনকে রাখা হয়েছে স্ট্যান্টবাই হিসেবে। সবকিছু বিবেচনা করে যারা ইনডোর হকি খেলার জন্য পারফেক্ট তাদেরই নেওয়া হয়েছে দলে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কো-স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

 

হকি ফেডারেশনের নির্বাচন হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। ইনডোর হকিতে অংশগ্রহণের ধারাবাহিকতা ধরে রাখার প্রসঙ্গে সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘আমরা ধারাবাহিকতা রক্ষা করতে চাই। আগামীতেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। ইনডোর প্রশিক্ষণের ভেন্যুর জন্য আমরা ক্রীড়া মন্ত্রীর সাথে আলোচনা করছি। ধন্যবাদ দিতে চাই এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষতা দেওয়া বাংলাদেশ বিমান, ওয়ালটন গ্রুপ ও বৈশাখী গ্রুপকে। তাদের সহযোগিতা না পেলে হয়তো এটা সম্ভব হত না।’

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা মহিলা হকির শুরু থেকেই আছি। এ ছাড়া ছেলেদের হকির সঙ্গেও কাজ করেছি। ভবিষ্যতে যদি এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ করে সেখানেও থাকার চেষ্টা করব। আশা করব ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল ভালো করবে। সেরা দলটিই বাছাই করা হয়েছে এই টুর্নামেন্টের জন্য।’

 

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ইনডোর হকি টুর্নামেন্টের অধিনায়ক হচ্ছেন ফরহাদ আহমেদ শিতুল। ইতিহাসে নাম উঠায় তিনি বেশ উচ্ছ্বসিত, ‘হকি ফেডারেশন আমাকে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমাদের দেড় মাস অনুশীলন হয়েছে। সাধারণ হকির চেয়ে কৌশল ও নিয়ম ভিন্ন। আমরা সেগুলো রপ্ত করেছি। আমরা ভালো কিছু করতে চাই। আমাদের গ্রুপে থাইল্যান্ড ও মালয়েশিয়া তুলনামূলক শক্তিশালী।’

ইনডোর হকির জন্য বিশেষত ইরানী কোচও এনেছে ফেডারেশন। তবে হামিদ রেজা বুখারী ছিলেন না সংবাদ সম্মেলনে। ইরান থেকে সরাসরি থাইল্যান্ডে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। তবে সংবাদ সম্মেলনে এসেছিলেন বিকেএসপির কোচ জাহিদ হোসেন রাজু। তিনি দলের অনুশীলনের সাথে শুরু থেকেই ছিলেন।

দলের প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, ‘বিকেএসপিতে আমরা ইনডোর হকির অনুশীলন করেছি। বিকেএসপির অনুশীলনটা মাস খানেকের। আমরা এই হকিতে নতুন। সাধারণ হকির সাথে এই হকি মেলালে ঠিক হবে না। পারফরম্যান্স, টেম্পারমেন্ট ও ফরম্যাট বিবেচনা করে সেরা ১২ জনই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

 

ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে জিমি-শিতুলদের প্রতিপক্ষ ইরান, মালয়েশিয়া, ফিলিপাইন ও স্বাগতিক থাইল্যান্ড। ১৫ জুলাই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। ১৬ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। ১৭ জুলাই তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ফিলিপাইনের বিপক্ষে। আর ১৮ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। পরের রাউন্ডে যেতে হলে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ দল: অসীম গোপ (গোলরক্ষক), আবু সাইদ নিপ্পন (গোলরক্ষক), ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল আলম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, ফজলে হোসেন রাব্বি, সারওয়ার হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রুম্মান সরকার।

স্ট্যান্ডবাই : সোহানুর রহমান সবুজ, মো. নাঈম উদ্দিন ও বিল্পব কুজুর। রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/আমিনুল