খেলাধুলা

সোমবার বাংলাদেশের প্রথম পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক : থাইল্যান্ডের চোনবুরিতে কাল সোমবার পর্দা উঠছে ইনডোর এশিয়া কাপ হকি টুর্নামেন্ট-২০১৯ এর। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া।

বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিট (স্থানীয় সময় ১১টা ২০ মি.) অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচের আগে আজ রোববার সকালে চোনবুরির ফিজিক্যাল ইনডোর জিমনেশিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল।

থাইল্যান্ড থেকে হেড কোচ হামিদরেজা বোখারাই জানিয়েছেন দলের সবাই সুস্থ আছে। নিজেদের প্রথম ইনডোর টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স চান ইরানী এই কোচ।

৭ দিনের টুর্নামেন্টে নারীদের বিভাগে ১০টি ও পুরুষদের বিভাগে ১০টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া ছাড়াও প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান, থাইল্যান্ড ও ফিলিপাইন।

১৫ জুলাই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। ১৬ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। ১৭ জুলাই তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ফিলিপাইনের বিপক্ষে। আর ১৮ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড।

পরের রাউন্ডে যেতে হলে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কো-স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

বাংলাদেশ দল : অসীম গোপ (গোলরক্ষক), আবু সাইদ নিপ্পন (গোলরক্ষক), ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল আলম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, ফজলে হোসেন রাব্বি, সারওয়ার হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রুম্মান সরকার।

স্ট্যান্ডবাই : সোহানুর রহমান সবুজ, মো. নাঈম উদ্দিন ও বিল্পব কুজুর। রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/আমিনুল