খেলাধুলা

‘সাকিবের না থাকা বড় ক্ষতি’

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান দলে না থাকা মানে একই সঙ্গে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও একজন বিশেষজ্ঞ বোলার না থাকা। শ্রীলঙ্কা সফরে বিশ্বসেরা অলরাউন্ডারের না থাকাকে তাই বড় ক্ষতি হিসেবে দেখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেট নেওয়া সাকিব ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কায় তিন ওয়ানডের সিরিজ থেকে ছুটি নিয়েছেন। সাকিবের অনুপস্থিতিতে অন্যরা বাড়তি দায়িত্ব নেবেন বলে প্রত্যাশা মাশরাফির।

‘সাকিব অবশ্যই বিশ্বকাপেরই অন্যতম সেরা পারফরমার। সম্ভবত সেরা পারফরমারও সে ছিল। তাকে ছাড়া অবশ্যই টিমের সবদিক সব সময় চিন্তা করতে হতো। এখন হয়তো বা একই জিনিস হবে। দুইটা দিকই চিন্তা করতে হবে। বড় ক্ষতি। আমার কাছে মনে হয় যে, এখন যারা আছে তাদের ওপরও আস্থা রাখতে হবে। এবং আশা করি, তারাও তাদের সেরাটা চেষ্টা করবে।’

বিশ্বকাপে সাকিব ভালো করলেও বাংলাদেশ তা পারেনি। সেমিফাইনালের আশা নিয়ে ইংল্যান্ডে গিয়ে বিশ্বকাপ শেষ করেছে আটে থেকে। দলের এমন অবস্থায় সাকিবকে বেশি প্রয়োজন ছিল বলেও মনে করেন মাশরাফি।

‘সাকিব না থাকলে দলের কোন কোন দিক দিয়ে সমস্যা হয়, এটা বলার প্রয়োজনও হয় না সব সময়। বলার অপেক্ষাও রাখে না। সব সময় আমরা এই জায়গাগুলো নিয়ে স্ট্রাগল করি। যখন সে না থাকে, যখন সে ইনজুরিতে ছিল। এখন তার যে পারফরম্যান্স তার যে ফর্ম আছে, এই সময়ে দল তাকে মিস করবে। বিশেষ করে কঠিন সময়ে দল তার সেরা খেলোয়াড়কে চায়।’

মাশরাফি মেনে নিচ্ছেন বাস্তবতাও, ‘একই সময়ে আমি বলব, যারা আছে তাদের চিন্তা করা এমন ঘটনা সামনেও ঘটতে পারে। দলের সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে, দলের সেরা খেলোয়াড়ের যেকোনো কিছু হতে পারে। সেই সময় আমাদের ব্যাকআপ করতে হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/পরাগ