খেলাধুলা

বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক : তিনটি ওয়ানডে খেলতে আজ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

দলটি দুপুর পৌনে একটায় শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে।

এই সফরে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পাচ্ছে না বাংলাদেশ। আগের দিন বিকেলে সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় বোলিং অনুশীলনে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সফর থেকে ছিটকে যান অধিনায়ক।

আগেই ছুটি চাওয়ায় দলে নেই সহ-অধিনায়ক সাকিব আল হাসানও। শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।

মাশরাফির বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ফরহাদ রেজাকে। চোট নিয়ে শেষ মুহূর্তে ছিটকে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় শ্রীলঙ্কা যাচ্ছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

বিশ্বকাপ ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে শ্রীলঙ্কা সিরিজটা বাংলাদেশের জন্য বড় উপলক্ষ।  

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/পরাগ