খেলাধুলা

তর সইছে না হ্যাজার্ডের

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচ খেলার জন্য আর তর সইছে না এডেন হ্যাজার্ডের।

প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রোববার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

প্রীতি ম্যাচ হলেও হ্যাজার্ডের কাছে এটা অনেক কিছু, ‘এটা শুধু একটি প্রীতি ম্যাচ, তবে আমার কাছে এটা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে আমার প্রথম ম্যাচ। অবশ্যই আমি আমার সতীর্থ, কোচ, ভক্ত- সবাইকে মুগ্ধ করতে চাই। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

‘আমি স্বাধীনভাবে খেলার চেষ্টা করব, অনেক সময় ফুটবলে এটা কঠিন। কিন্তু আমি যে ধরনের খেলোয়াড় তাতে স্বাধীনভাবে খেলতে না পারলে তা খারাপই হবে’- বলেন এই মৌসুমেই চেলসি থেকে রিয়ালে নাম লেখানো বেলজিয়ান ফরোয়ার্ড।

 

হ্যাজার্ড স্বীকার করেছেন, রিয়ালে খেলাটা অনেক চাপের। তবে তার অভিজ্ঞতা দিয়ে ক্লাবের চাহিদা পূরণ করতে পারবেন বলে বিশ্বাস করেন, ‘যখন আপনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, আপনাকে প্রত্যেক বছর জিততে হবে। যদি কোনো এক বছর চ্যাম্পিয়নস লিগ জিততে না পারেন, সমর্থকরা রেগে যাবে। তবে এই ক্লাবে এটি সাধারণ ব্যাপার। আপনাকে জিততে হবে, আর সে কারণেই আমি এখানে এসেছি।’

নিজেকে এখন অনেক পরিণত মনে করেন ২৮ বছর বয়সি ফরোয়ার্ড, ‘আমি কী অবদান রাখতে পারি? সাত বছর আগে আমি যখন চেলসিতে গিয়েছিলাম তখন আমি বাচ্চা ছিলাম। তবে এখন আমি অনেক পরিণত। আমি ৫০০ এর বেশি ম্যাচ খেলেছি। তবে আমার বয়স এখন ২৮ এবং আমি এখনো নিজেকে তরুণ মনে করি।’

ক্যারিয়ারের ফেবারিট গোলের প্রশ্নে হ্যাজার্ডের জবাব, ‘সেরাটা এখনো আসেনি।’ তবে কি সেটা রিয়ালের জার্সিতেই আসবে?

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/পরাগ