খেলাধুলা

আমরা কী পারি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখাব : রশিদ খান

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে হারের ষোলকলা পূর্ণ করে লজ্জার ইতিহাসকে সঙ্গী করেছে আফগানিস্তান।  নয় ম্যাচের সবকটিতেই হারের পর দেশে ফিরে অধিনায়কের দায়িত্ব হারান গুলবাদিন নাইব। তার পরিবর্তে এবার সব ফরম্যাটে আফগানদের অধিনায়ক হয়েছেন রশিদ খান। দায়িত্ব নিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেই নিজেদের উন্নতি দেখানোর কথা বলেছেন এ তারকা স্পিনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর বসবে অস্ট্রেলিয়াতে। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার গ্লানি ভুলে আগামী বছর টি-টোয়েন্টি আসরে ঘুরে দাঁড়াতে চাইছে আফগানিস্তান। নিজেদের পছন্দের ফরম্যাটে ২০২০ টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন রশিদ খান।

‘আমি মনে করি ২০২৩ বিশ্বকাপ (ওয়ানডে) এখন কিছুটা দূরে রয়েছে। এখন আমাদের লক্ষ্য অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা দেখাব, আমরা কতটা উন্নত হয়েছি। আমরা দেখাব, আমরা কি করতে পারি। আমাদের সেরা কম্বিনেশন ও দল থাকবে। অতীতের ভুল শুধরে আমরা দিন দিন ভালো করতে চাই। আমাদের দক্ষতা ও সামর্থ্য রয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের ভালো দল রয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/শামীম