খেলাধুলা

বিপিএল মাতাবেন জেপি ডুমিনি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তর আসর মাতাতে আসছেন জেপি ডুমিনি। রাজশাহী কিংসের হয়ে বিপিএলে খেলবেন দক্ষিণ আফ্রিকার এ অলরাউন্ডার। আসন্ন আসরে তার যোগ দেওয়ার কথা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে রাজশাহী কিংস।

প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন ডুমিনি। নতুন মৌসুমের জন্য দলে ভেড়ানো রাজশাহীর প্রথম বিদেশী ক্রিকেটার তিনি।

১৪ বছর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন ডুমিনি। ইংল্যান্ড বিশ্বকাপ দিয়ে ওয়ানডেকে বিদায় বলেছেন। তবে ক্রিকেটের জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ স্ট্রাইক রেটে ১৯৩৪ রান ও ২১টি উইকেট আছে তার। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৬ হাজারের ওপর রান ও ৭৪টি উইকেট আছে এ অলরাউন্ডারের।।

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসলেও এর আগে বিশ্বব্যাপী বিভিন্ন ঘরোয়া লিগে খেলেছেন ডুমিনি। বাঁ হাতে অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দুর্দান্ত একজন স্পিনার তিনি। বিপিএলে খেলার ঘোষণার আগে ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে বেলফাস্টের হয়ে নাম লিখিয়েছেন ডুমিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতাটাও ব্যাপক। ২০১৮ সালে তার নেতৃত্বে দ্বিতীয়বার পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/শামীম