খেলাধুলা

শেষের নাটকীয়তায় জুভেন্টাসকে হারাল টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুর্দান্ত লড়াইয়ে মৌসুম শেষ করেছিল টটেনহ্যাম হটস্পার। লিগ প্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে হারলেও নিজেদের জাত চিনিয়েছিল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এবার নতুন মৌসুম শুরুর আগেও নিজেদের সেরাটা জানান দিয়েছে দলটি। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হ্যারি কেনের শেষ মুহূর্তের বিস্ময়কর গোলে জুভেন্টাসকে হারিয়েছে স্পার্সরা।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হয় টটেনহ্যাম। এ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুয়েনদের ৩-২ ব্যবধানে হারিয়েছে হ্যারি কেন-এরিক লামেলারা।

ম্যাচের শুরু থেকেই দু’দল দুর্দান্ত খেললেও শুরুতে এগিয়ে যায় টটেনহ্যাম। ৩০ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান আরেক আর্জেন্টাইন তারকা হিগুয়েন। 

 

সমতায় ফেরার পর আক্রমণে গতি বাড়ে তুরিনের ওল্ড লেডিদের। ফলে ম্যাচের ৬০ মিনিটে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো শিবির। পর্তুগীজ এ তারকাকে গোল করতে সহায়তা করেন মাত্তিয়া ডি সিগলিও। তবে এগিয়ে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি জুভেন্টাস। ম্যাচের ৬৫ মিনিটে সমতায় ফেরে টটেনহাম। ইংলিশ ক্লাবটিকে গোল করে এগিয়ে নেন লুকাস মাউরা।

এক সময় মনে হয়েছিল সমতা নিয়েই শেষ হচ্ছে ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তার জন্ম দেন টটেনহ্যামের সেরা খেলোয়াড় হ্যারি কেন। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টটেনহ্যামকে জয়সূচক গোল এনে দেন তিনি। মাঝমাঠ থেকে ৪০ গজ দূরের গোলপোস্টে বল জড়িয়ে দলকে জয় উপহার দেন হ্যারি কেন। রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/শামীম/আমিনুল