খেলাধুলা

রুবেল-সৌম্যর দাপটের পর শানাকা-ঝড়

ক্রীড়া ডেস্ক : একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

কলম্বোর পি সারা ওভালে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করেছে স্বাগতিক দল।

রুবেল হোসেন, সৌম্য সরকারের দারুণ বোলিংয়ে ১৪৬ রানেই স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে ৬৩ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে স্বাগতিকদের বড় সংগ্রহ এনে দেন দাসুন শানাকা।  

ইনিংসের তৃতীয় বলেই স্বাগতিক শিবিরে আঘাত হানেন রুবেল। ডানহাতি পেসার এলবিডব্লিউ করে ফেরান নিরোশান ডিকভেলাকে। অধিনায়ক মারেন ডাক।

সপ্তম ওভারে আবার আঘাত হানেন রুবেল। এবার তার শিকার ওশাদা ফার্নান্দো। ২ রান করা ফার্নান্দো ক্যাচ দেন মোসাদ্দেক হোসেনকে।

পরের ওভারে উইকেট শিকারে যোগ দেন তাসকিন আহমেদও। তার বলে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে ফেরেন দানুস্কা গুনাথিলাকা। তখন ৩২ রানেই ৩ উইকেট নেই স্বাগতিকদের।

চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন শেহান জয়াসুরিয়া ও ভানুকা রাজাপাকসে। দুজন ৮২ রানের জুটিতে দলের স্কোর পার করেন একশ। প্রথমবারের মতো বোলিংয়ে এসেই রাজাপাকসেকে (৩২) ফিরিয়ে এ জুটি ভাঙেন সৌম্য সরকার।

এরপর অ্যাঞ্জেলো পেরেরাকে (৭) টিকতে দেননি মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান পেরেরাকে। তখন ১২৭ রানে ৫ উইকেট নেই স্বাগতিকদের।

জয়াসুরিয়া ফিফটি তুলে নিয়েছিলেন। তবে ফিফটির পর ইনিংস আর বড় করতে পারেননি। তাকে থামান সৌম্য। রুবেলকে ক্যাচ দেওয়ার আগে ৭৮ বলে ৫ চারে ৫৬ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

তবে শানাকা তোলেন ঝড়। তাতে স্বাগতিকরা প্রায় বড় সংগ্রহ। মাত্র ৬৩ বলে ৬টি করে চার ও ছক্কায় ৮৬ রানে অপরাজিত ছিলেন শানাকা। ৩০ বলে ২৮ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

রুবেল ৩১ রানে ও সৌম্য ২৯ রানে নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন, মুস্তাফিজ ও ফরহাদ রেজা।

প্রস্তুতি ম্যাচ হওয়ায় দুই দলই খেলাতে পারবে ১৩ জন করে। তবে ব্যাটিং কিংবা বোলিং করতে পারবেন ১১ জন।

আগামী শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৯/পরাগ