খেলাধুলা

মাদ্রিদে ফিরেছেন রদ্রিগেজ

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকা টুর্নামেন্ট শেষে স্পেনের রাজধানী মাদ্রিদে ফিরেছেন জেমস রদ্রিগেজ। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে রিয়াল মাদ্রিদে ফেরার কথা জানিয়েছেন রদ্রিগেজ।

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের পরিকল্পনাতে নেই রদ্রিগেজ। মৌসুম শুরুর আগেই রিয়াল থেকে নতুন কোন ঠিকানায় দেখা যেতে পারে তাকে। কলম্বিয়ান এ তারকাকে চাইছে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে ক্লাবটির কোচ ডিয়েগো সিমিওনের অধীনে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন রদ্রিগেজ।

রিয়াল তারকা রদ্রিগেজের প্রতি আগ্রহ রয়েছে ইতালিয়ান সিরি’আ ক্লাব নাপোলির। তবে রিয়ালের প্রত্যাশিত ৪০ মিলিয়ন ইউরোতে তাকে পেতে প্রস্তুত নয় নাপোলি। সমঝোতার মাধ্যমে নাপোলিতে ধারে খেলতে দেখা যেতে পারে তাকে।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রিয়াল মাদ্রিদ শিবিরে যোগ দেন রদ্রিগেজ। এরপর রোনালদো, বেল ও করিম বেনজেমাদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করতে না পারায় দলে কিছুটা অবহেলিত হয়ে পড়েন তিনি। ২০১৭ সালে তাকে বায়ার্ন মিউজিকে ধারে খেলতে পাঠায় রিয়াল। দুই বছর পর আবারো রিয়ালে ফিরেছেন রদ্রিগেজ। এবার নতুন মৌসুমের আগেও তাকে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনা লস ব্লাঙ্কোসদের। রাইজিংবিডি/ঢাকা/ ২৪ জুলাই ২০১৯/শামীম