খেলাধুলা

তিন বছর পর ফিরে উইকেট পেলেন শফিউল

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের জার্সিতে শফিউল ইসলাম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ওই ম্যাচের পর আর ওয়ানডে দলে দেখা যায়নি তাকে। দীর্ঘ তিন বছর পর  দলে ফেরা এ পেসারের হাত ধরেই আজ প্রথম উইকেট পেয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াডে শুরুতে ছিলেন না শফিউল ইসলাম। দলের ১৫তম সদস্য হিসেবে রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার পরবর্তীতে যোগ দেন তিনি। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোট এবং সাইফুদ্দিন না থাকায় কপাল খুলেছে এ পেসারের। লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে আজ শুরুতে বল করতে দেখা গেছে শফিউলকে।

বল করতে এসে নিজের দ্বিতীয় ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন শফিউল। আভিসকা ফার্নান্দোকে ফিরিয়ে ১০ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তিনি। তার করা অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে তালুবন্দি হয়েছেন ফার্নান্দো। রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৯/শামীম