খেলাধুলা

রিয়াল ছেড়ে চাইনিজ লিগে বেল

ক্রীড়া ডেস্ক : আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের পরিকল্পনাতে গ্যারেথ বেল না থাকার কথা আগেই জানিয়েছিলেন দলটির কোচ জিনেদিন জিদান। এরপর থেকে তার রিয়াল ছাড়া অনেকেটাই নিশ্চিত হয়ে যায়। এবার জানা গেছে মাদ্রিদের ক্লাবটি ছেড়ে চাইনিজ সুপার লিগের ক্লাব জিয়াংসু সানইংয়ে যাচ্ছেন তিনি।

ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে তিন বছরের চুক্তিতে জিয়াংসু সানইংয়ে যাচ্ছেন বেল। নতুন ক্লাবে প্রতি মৌসুমে ২২ মিলিয়ন ইউরো আয় করতে পারবেন এ ওয়েলস তারকা। গত কয়েক সপ্তাহ ধরে বেলের প্রতিনিধি জোনাথান বার্নেট এ নিয়ে চাইনিজ ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন বলে জানা গেছে।

সাননিং বিজনেস গ্রুপের মালিকানাধীন একটি ক্লাব জিয়াংসু। ইতালিয়ান সিরি’আর অন্যতম সেরা ক্লাব ইন্টার মিলানের ৭০ শতাংশের মালিক তারা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের আরেক তারকা লুকা মডরিচকে ইন্টারে যেতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল তারা। এছাড়া অবসরের আগে চাইনিজ লিগে যোদ দেওয়ার প্রস্তুাবও দেওয়া হয়েছিল রাশিয়া বিশ্বকাপের টুর্নামেন্ট এ খেলোয়াড়কে। তবে সাননিং বিজনেস গ্রুপের সেই প্রস্তাবে সাড়া দেননি ক্রোয়াট তারকা মডরিচ।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৯/শামীম