খেলাধুলা

কোচের দোষ দেখছেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরে দলের ব্যর্থতার পেছনে অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদের কোনো দোষ দেখছেন না তামিম ইকবাল। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মনে করেন, সাফল্য পেতে কোচ তার সেরাটাই চেষ্টা করেছেন।

বিশ্বকাপের পরপরই প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। শ্রীলঙ্কা সফরে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মাহমুদের কাঁধে। বিশ্বকাপ ব্যর্থতার ক্ষতে প্রলেপ দেওয়ার বড় উপলক্ষ হিসেবে দেখা হচ্ছিল এই সফরকে।

তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খুব বাজেভাবে হেরে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগের পারফরম্যান্সই ছিল যাচ্ছেতাই। দলের ব্যর্থতার জন্য তামিম অবশ্য কোচকে দায় নিতে নারাজ।     

শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমাদের বর্তমান যে কোচ আছেন, তিনি আসলে তার সেরাটাই চেষ্টা করেছেন। সাফল্য পেতে সম্ভাব্য সবই তিনি করেছেন। আমরা ক্রিকেটাররা যখন ভালো খেলছি না তখন কোচকে সব দায় দেওয়া ঠিক নয়।’

‘আমার ধারণা কোচ তার সেরাটাই দিয়েছেন। আমাদের জন্য সেরা সু্যোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। খেলোয়াড়দের প্রস্তুত হওয়ার সর্বোচ্চ সুযোগই তিনি দিয়েছেন। তিনি তার সম্ভাব্য সেরাটাই চেষ্টা করেছেন।’

ব্যর্থতার দায়টা বরং নিজেদের কাঁধেই নিচ্ছেন তামিম, ‘কোচকে দায় দেওয়া ঠিক হবে না। বরং যে ১১ জন আমরা মাঠে ছিলাম, তারা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারিনি বলেই আমরা হেরেছি।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/পরাগ