খেলাধুলা

তামিমকে যে ‘পরামর্শ’ দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপটা তার জন্য ভালো কাটেনি মোটেই। শ্রীলঙ্কা সিরিজটা ছিল ব্যর্থতার বৃত্ত ভাঙার বড় সুযোগ। কিন্তু তামিম ইকবাল সুযোগ কাজে লাগাতে পারেননি। উল্টো এই সিরিজের পারফরম্যান্স ছিল আরো বিবর্ণ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাঁহাতি ওপেনারকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান।

মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্বও ছিল তামিমের কাঁধে। এই বাড়তি দায়িত্বের চাপ সামলাতে না পেরে তামিমের ব্যাটিংটা হয়েছে আরো বাজে। তিন ম্যাচে তার রান যথাক্রমে ০, ১৯ ও ২।

সাকিব মনে করেন, যেকোনো খেলোয়াড়ের এমন সময় যেতেই পারে, ‘দেখুন একজন খেলোয়াড়ের এরকম সময় যেতেই পারে। আমার কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়, ওর জন্য খুব ভালো একটা বিশ্রাম করা, রিকভার করা, ফ্রেশ হওয়া এবং ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত ও এটা করবে।’ রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/পরাগ