খেলাধুলা

ওয়ার্নারকে ইংলিশ দর্শকদের স্যান্ডপেপার প্রদর্শন

ক্রীড়া ডেস্ক : বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকে ফেরাটা সুখকর হয়নি তার।

বিতর্ক দিয়ে এজবাস্টনে শুরু হল টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ৷ ডেভিড ওয়ার্নারকে স্যান্ডপেপার দিয়ে ‘সেন্ড-অফ’জানাল দর্শকরা ৷ বিশ্বকাপের পর অ্যাশেজও অসি ওপেনারকে অসন্মান করল ব্রিটিশ দর্শকরা৷

বার্মিংহ্যামে আজ অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে  ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন৷ স্যান্ডপেপার কাণ্ডে অভিযুক্ত দুই ব্যাটসম্যান ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ওপেনিংয়ে নামেন। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দুরন্ত ওপেনিং স্পেলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া৷ মাত্র ১৭ রানে দুই ওপেনারকে হারায় তারা৷  বিপর্যয় সামাল দিতে না পারায় ১২৮ রানের মাথায় দলটি হারায় মূল্যবান ৮টি উইকেট।

 

অস্ট্রেলিয়া ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলেই প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার ৷ ব্যক্তিগত ২ রানে ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারি থেকে স্যান্ডপেপার দেখিয়ে তাকে বিদায় জানান সমর্থকরা ৷ গত বছর কেপ টাউনে স্যান্ডপেপার দিয়ে বল ঘষার ঘটনায় নির্বাাসিত হয়েছিলেন তিন অসি ক্রিকেটার ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট৷ 

কেপটাউন টেস্টে গত বছর মার্চে দক্ষিণ অফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপার দিয়ে বল-টেম্পারিং করে এক বছরের জন্য নির্বাসিত হন স্মিথ ও ওয়ার্নার ৷ ৯ মাসের নির্বাসন হয়েছিল ব্যানক্রফটের ৷ তবে বিশ্বকাপের আগেই নির্বাসন শেষ হয়ে যাওয়ায় দেশের জার্সিতে আগেই ফিরেছিলেন স্মিথ ও ওয়ার্নার ৷ বিশ্বকাপে দু’জনেই দারুণ পারফর্ম করেন ৷

বিশ্বকাপেও ওয়ার্নারকে স্লেজিং করেছিল ব্রিটিশ দর্শকরা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে হাফ-সেঞ্চুরি করে আউট হওয়ার সময় ওয়ার্নারকে থাম্পস-আপ দেখিয়ে অসম্মান করেছিল ইংল্যান্ড দর্শকরা ৷ এবার অ্যাশেজের শুরুতেই স্যান্ডপেপার দেখিয়ে আরও বেশি অসম্মান করল স্বাগতিক দর্শকরা। রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/শামীম