খেলাধুলা

ব্যাক টু ব্যাক সেঞ্চুরির এলিট ক্লাবে স্মিথ

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একাই ব্যাট হাতে যুদ্ধ করেছেন স্টিভেন স্মিথ। এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসেও ওপেনাররা দ্রুত ফেরার পর দলের হাল ধরেন তিনি। তাতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এ অধিনায়ক।

অ্যাশেজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে মর্যাদার এক এলিট ক্লাবে প্রবেশ করেছেন স্মিথ। অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অ্যাশেজের এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ।

১৯০৯ সালে অ্যাশেজের এক টেস্টে দুই সেঞ্চুরি করেছিলেন ওয়ারেন বার্ডসি। ওভালে প্রথম ইনিংসে ১৩৬ এর পর দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করেছিলেন তিনি।

১৯৪৭ সালে অ্যাডিলেইডে প্রথম ইনিংসে ১২২ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৪* রান করেন আর্থার মরিস। ১৯৯৭ সালে ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডের প্রথম ইনিংসে ১০৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১১৬ রান করেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি স্টিভ ওয়াহ্।

২০০২ সালে অ্যাশেজের এক টেস্টে দুই সেঞ্চুরির দেখা পান ম্যাথু হেডেন। ব্রিসবেনে প্রথম ইনিংসে ১৯৭ রানের পর দ্বিতীয়  ইনিংসে ১০৩ রান করেন অসি এ তারকা। এবার তাদের এই এলিট ক্লাব যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ।  এজবাস্টনে প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা  পেয়েছেন তিনি।

প্রথম ইনিংসে স্মিথের লড়াকু ইনিংসে ভর করে ৮ উইকেটে ১২২ রান থেকে শেষপর্যন্ত দলীয় ২৮৪ রানে পৌঁছতে সক্ষম হয়েছিল অস্ট্রেলিয়া। গতকাল ৪৬ রানে অপরাজিত থাকা স্মিথ আজ চতুর্থ দিনে সেঞ্চুরির দেখা পান। ১৪৭ বলে  ১০টি চারে শত রান পূরণ করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে বড় লিডের পথে রয়েছে অসিরা। রাইজিংবিডি/ঢাক/৪ আগস্ট ২০১৯/শামীম