খেলাধুলা

দল বাড়ছে বিপিএলে

ক্রীড়া প্রতিবেদক : দল বাড়ছে বিপিএলের সপ্তম আসরে। এবার আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা বিপিএল গভর্নিং কাউন্সিলের।

বিপিএলের প্রথম চক্রের মেয়াদ ছিল প্রথম ছয় আসর পর্যন্ত। গত আসরে সেই চক্র শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় চক্র। যেটির মেয়াদ থাকবে চার আসর।

ষষ্ঠ আসর শেষে আগের সাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। এবার তাই নতুন করে চুক্তি নবায়ন করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।

আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চিটাগং ভাইকিংস আর চুক্তি নবায়ন করবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাকি ছয় ফ্র্যাঞ্চাইজিকে চুক্তি নবায়ন করার জন্য আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া নতুন আরো দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহবান করা হবে।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে দল ছিল ছয়টি। পরের আসরে সেটি বেড়ে হয় সাতটি। তৃতীয় আসরে কমে গিয়ে দাঁড়ায় ছয়টি। পরের টানা তিন আসর হয়েছে সাত দলকে নিয়ে।

এবার প্রথমবারের মতো দল হতে যাচ্ছে আটটি। তবে ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে দল কম হতে পারে।

আগামী ৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর। রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৯/পরাগ