খেলাধুলা

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন রোহিত

ক্রীড়া ডেস্ক : সুনীল নারিন বলটা করেছিলেন একটু বেশিই শর্ট। পুল করে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার ওপারে আছড়ে ফেললেন রোহিত শর্মা। আর এই ছক্কায় ভারত ওপেনার গড়লেন রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েছেন রোহিত। তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে। ফ্লোরিডায় রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় তারকা গেইল এই সিরিজে খেলছেন না। বর্তমানে তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। গেইলের অনুপস্থিতিতে তার রেকর্ডটা ভেঙে দিলেন রোহিত।

৫৮ ম্যাচে গেইল ছক্কা মেরেছেন ১০৫টি। ৯৬ ম্যাচে রোহিতের ছক্কা এখন ১০৭টি। রোববার রোহিত ৫১ বলে ৬৭ রান করতে ছক্কা মেরেছেন মোট ৩টি। আগের দিন প্রথম ম্যাচে ছক্কা মেরেছিলেন ২টি।

৭৬ ম্যাচে ১০৩ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ছক্কার সেঞ্চুরি নেই আর কারও। ৯২ ছক্কা নিয়ে নিউজিল্যান্ডের কলিন মানরো চতুর্থ ও ৯১ ছক্কা নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম পঞ্চম স্থানে আছেন।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড রোহিতের। তার চার সেঞ্চুরিও রেকর্ড। এবার গড়লেন ছক্কার রেকর্ডও।

 

রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৯/পরাগ