খেলাধুলা

অভিষেকেই ডিমেরিট পয়েন্ট সাইনির

ক্রীড়া ডেস্ক : অভিষেক ম্যাচেই অতি উদযাপনের জন্য ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারতীয় পেসার নবদীপ সাইনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আচরণ ভঙের কারণে এ শাস্তি হয়েছে তার।

অভিষেক ম্যাচে নিয়ম ভাঙলেও তাকে বড় কোনো শাস্তি দেয়নি আইসিসি। করেনি কোনো আর্থিক জরিমানাও। কেবল সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এক মাত্রার বিধি ভাঙায় তাকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের চতুর্থ ওভারে আচরণ বিধি ভঙ্গ করেন সাইনি। নিকোলাস পুরানকে বিদায় দিয়ে আগ্রাসী অঙ্গভঙ্গি করেছিলেন তরুণ এ পেসার। আইসিসির নিয়ম অনুসারে যা বিধিবহির্ভূত। সাইনি নিজের দোষ স্বীকার নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি।

অভিষেক ম্যাচে ডিমেরিট পয়েন্ট পেলেও আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায়  সাইনি। অভিষেকে উইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। যদিও ভারতের দ্বিতীয় জয়ের ম্যাচে উইকেট পাননি সাইনি। রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৯/শামীম