খেলাধুলা

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : ২০১৭-১৮ মৌসুমে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেশাদার লিগে খেল ১২টি ক্লাবের অনূর্ধ্ব-১৮ দল নিয়ে আয়োজন করেছিল টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবারও বয়সভিত্তিক একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাফুফে। যথারীতি এবারও এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি বলেন, ‘সেপ্টেম্বরের শুরুতে আমরা বয়সভিত্তিক একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এই টুর্নামেন্টেরও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ওয়ালটন গ্রুপ। এক মাস ব্যাপী হবে এই টুর্নামেন্ট। পেশাদার লিগে খেলা ১৩টি দলের বয়সভিত্তিক দল এই টুর্নামেন্টে অংশ নিবে। আমরা মনে করি এই টুর্নামেন্ট থেকে ১০/২০টা ভালো ছেলে পাব। যাদের অক্টোবরের দল বদলে বিভিন্ন ক্লাব দলে নিতে মুখিয়ে থাকবে।’

সবগুলো ক্লাবেরই বয়সভিত্তিক দল রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অধিকাংশ ক্লাবেরই আছে। তাছাড়া বাকিদের যারা প্রথম বিভাগ খেলে কিংবা পাইওনিয়ারে খেলে সেখান থেকে খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে। আর যেহেতু এটা বয়সভিত্তিক টুর্নামেন্ট সেহেতু দল গঠনে সমস্যা হবে না।’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব সময়ই থাকার চেষ্টা করি। গেল বছরও আমরা এই ধরনের একটি টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিলাম। এবারও থাকছি ইনশাল্লাহ। আসলে এগুলো খুবই ফলপ্রসু টুর্নামেন্ট। এই ধরনের টুর্নামেন্ট থেকে ভালো ভালো কিছু ফুটবলার উঠে আসে। যারা আমদের জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করবে। এ ছাড়া আমাদের পেশাদার লিগও নতুন নতুন কিছ ফুুটবলার পাবে।’

এবারের পেশাদার লিগে খেলা দলগুলো হল বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ঢাকা, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, নোফেল স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি। রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/আমিনুল