খেলাধুলা

কেন্দ্রীয় চুক্তিতে ডুসেন

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন খুব বেশিদিন হয়নি। কিন্তু নিজের সামর্থ্যের প্রমাণ এরই মধ্যে দিয়েছেন রাইসি ভন ডার ডুসেন। 

দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ১৮ ওয়ানডে।  বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করেছেন।  তাতে মিলেছে পুরস্কার। ৩০ বছর বয়সী এ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে ঢুকিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।  ২০১৯-২০ মৌসুমের জন্য নতুন করে চুক্তির তালিকা প্রস্তুত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।  সতের জনের তালিকার নতুন নাম ডানহাতি এ হার্ডহিটার।

ইংল্যান্ড বিশ্বকাপে ৬২.২০ গড়ে ছয় ইনিংসে ৩১১ রান করেছিলেন ডুসেন যা দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।  তার অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোরে বলেছেন,‘রাইসির উন্নতি আমাদের চোখে পড়েছে।  অভিষেক মৌসুমে সে তার প্রতিভা দেখিয়েছে।  ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ঢুকেছে সে।  তাকে অনুপ্রাণিত করতে এবার কেন্দ্রীয় চুক্তিতে আনা হয়েছে। ’

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের মধ্যভাগে ব্যাটিং করছেন ডুসেন।  ১৮ ওয়ানডেতে রান করেছেন ৬৬৪। এরই মধ্যে নিজের নামের পাশে যোগ করেছেন ৭টি হাফ সেঞ্চুরি।  ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিশ্বাস প্রোটিয়াদের অন্যতম ভরসা হয়ে উঠবেন আক্রমণাত্মক এ ব্যাটসম্যান।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৯/ইয়াসিন