খেলাধুলা

অস্ট্রেলিয়ার বোলিং তোপে পুড়ল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : লর্ডস টেস্টে প্রথম ইনিংসে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫৮ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

বৃষ্টিতে প্রথম দিন পন্ড হওয়ার পর গতকাল দ্বিতীয় দিনে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।  অস্ট্রেলিয়ার দুই পেসার প্যাট কামিন্স ও জস হেজেলউড এবং স্পিনার নাথান লায়নের আক্রমণে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি ইংল্যান্ড।  ধীর গতির উইকেটে নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের চেপে ধরেন অসি বোলাররা।  কামিন্স, হেজেলউড ও লায়ন ৩টি করে উইকেট পেয়েছেন।  আরেক পেসার পিটার সিডলের পকেটে গেছে এক উইকেট।

স্বাগতিকদের হয়ে লড়াই করেন ওপেনার ররি বার্নস ও উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।  দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরি।  বার্নস ৫৩ ও বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ৫২ রান।  এছাড়া ক্রিস ওকস ৩২, জো ডেনলি ৩০ রান করেন।  উপরের সাঁড়ির কেউই দ্যুতি ছড়াতে পারেনি।  ওপেনার রয় শূণ্য, রুট ১৪, বাটলার ১২ ও স্টোকস ১৩ রানে আউট হন।  শেষ দিকে বেয়ারস্টোর হাফ সেঞ্চুরিতে ২৫৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

বৃহস্পতিবার ১৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় অস্ট্রেলিয়া।  স্বাগতিকরা শুরুতেই আঘাত করে অসি শিবিরে।  ব্রডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩ রান করা ওয়ার্নার।  দিনের বাকিটা সময় পাড় করেন ব্যানক্রফট (৫) ও উসমান খাজা (১৮)।

স্বাগতিকদের থেকে ২২৮ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। হাতে আছে ৯ উইকেট।

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/ইয়াসিন