খেলাধুলা

বিন্দুবাসিনী ফুটবল টুর্নামেন্টে দুরন্ত-১৬ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৬ এর ব্যাচ দুরন্ত-১৬। রানার্স-আপ হয়েছে ২০১১ এর ব্যাচ অনির্বাণ-১১।

এই টুর্নামেন্টের সহযোগিতায় ছিল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুরন্ত-১৬ প্রতিপক্ষ অনিবার্ণ-১১ কে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল দুরন্ত-১৬ ওয়ালটনের ফ্রিজ ও রানার্স-আপ দল অনিবার্ণ-১১ ওয়ালটনের ৩২ ইঞ্চি টেলিভিশন উপহার পায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করার পাশাপাশি পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম। এ সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সালে এসএসসি পরীক্ষার্থী দেওয়া ২০টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছিল।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হল : ক্লাস অব মিলেনিয়াম-০০, অনির্বাণ-১১, অরোধ্য-১৯, দুর্লভ-০৫, সৌহার্দ-০১, প্রজ্জ্বলন-১৪, কিংবদন্তি-৪, নবারুণ-১৫, বিধ্বংসী-১৩, বায়াল বয়েজ-১২, দুর্বার-১৭, দুর্নিবার-১৮, অদম্য-১০, প্রত্যাবর্তন-২, নির্ভীক-০৭, শূন্য-০৯, প্রত্যয়ী-০৬, উদয়ন-২০, দুরন্ত-১৬ ও অ্যাট ডিগ্রি।

২০টি দল থেকে কোয়ার্টার ফাইনালে উঠে আটটি দল। সেখান থেকে চারটি দল উঠে সেমিফাইনালে। আর দুটি দল খেলে ফাইনাল।

প্রতিযোগীতার পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্রীতি ম্যাচও খেলে। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/আমিনুল