খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেও হারল নারী হকি দল

ক্রীড়া প্রতিবেদক : সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য উইমেন্স জুনিয়র এএইচএফ কাপকে সামনে রেখে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমী নারী দলের বিপক্ষে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল।

আজও অবশ্য হার এড়াতে পারেনি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৬-০ গোলে হেরেছে।

প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কিছুটা নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধে হজম করতে হয় ৪ গোল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরো দুই গোল দেয় সফরকারীরা।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি দেখতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।

প্রধান অতিথি হিসেবে সফররত সাই একাডেমী দল ও বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের হাতে স্মারক উপহার তুলে দেবেন তিনি।

প্রস্তুতি ম্যাচের এই সিরিজ এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এএইচএফ কাপে বাংলাদেশ দলের সহযোগিতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/আমিনুল