খেলাধুলা

বৃষ্টির কবলে কলম্বো টেস্টের প্রথম দিন

ক্রীড়া ডেস্ক: বেরসিক বৃষ্টির দাপটে কলম্বো টেস্টের প্রথম দিনের অধিকাংশ সময়ের খেলা ভেস্তে গেছে।  দুই সেশনের খেলা ভেস্তে যাওয়ার পর শ্রীলঙ্কা ২ উইকেটে তোলে ৮৫ রান।

বৃষ্টিতে সকালে প্রথম সেশনের খেলা দেরীতে শুরু হয়।  পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।  শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।

ডানহাতি স্পিনার সভারভিলের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন ২ রান করা লাহিরু থিরিমান্নে।  দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন করুণারত্মে  ও কুশল মেন্ডিস।  দুজনের ব্যাটে কিউই বোলিং আক্রমণ ভালোভাবেই সামলে নেয় শ্রীলঙ্কা।  তাদের অর্ধশত রানের জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম।

ডানহাতি মিডিয়াম পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩২ রান করা মেন্ডিস।  এরপর আবার বৃষ্টির বাগড়া।  করুণারত্মে ৪৯ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস শূন্য রাতে অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন। 

শুক্রবার সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/ইয়াসিন