খেলাধুলা

ভারত সফরে দ. আফ্রিকার ব্যাটিং কোচ ক্লুজনার

ক্রীড়া ডেস্ক : সেপ্টেম্বরে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলের সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার প্রাক্তন সহকারী কোচ ভিনসেন্ট বার্নসকে সহকারি বোলিং কোচ ও প্রাক্তন ব্যাটসম্যান জাস্টিন ওনটংকে সহকারী ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনা অনুযায়ী সকল সহকারী কোচ ও কোচিং স্টাফ সম্প্রতি নিযুক্ত ভারপ্রাপ্ত টিম ডিরেক্টর এনোচ এনকেউইকে সরাসরি রিপোর্ট করবেন। ভারত সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।

ক্লুজনার ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯টি টেস্ট ও ১৭১টি ওয়ানডে খেলেছেন। তার সময়ের সেরা অলরাউন্ডার মনে করা হতো তাকে। টেস্টে ১৯০৬ রান ও ৮০ উইকেট এবং ওয়ানডেতে ৩৫৭৬ রান ও ১৯২ উইকেট আছে তার নামের পাশে।

খেলোয়াড়ি জীবনের পর তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ডলফিনসের কোচের দায়িত্ব নেন। ২০১৬ সালে জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গেও। রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/পরাগ