খেলাধুলা

ওয়ালটনের পৃষ্ঠেপোষকতায় ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৯’। এই প্রতিযোগিতায় যাদের রেটিং ২১০০ এর নিচে ও রেটিং বিহীন দাবাড়ুরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শতাধিক দাবাড়ু অংশ নিবে। যাদের রেটিং ২১০০ কিংবা এর কম এবং রেটিংবিহীন দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী দাবা খেলোয়াড়দের আগামী ২৬ শে আগস্টের মধ্যে ২০০ টাকা এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে পারবেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার শীর্ষস্থান প্রাপ্ত ১৬ জন খেলোয়াড় ৪৫তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং ওয়ালটন সামগ্রী পুরস্কার পাবেন।’

পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ প্রতি বছর বাংলাদেশ দাবা ফেডারেশনের অনেকগুলো প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি। কিছুদিন আগে আন্তর্জাতিক রেটিং দাবার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এবার ফিদে রেটিং দাবার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এটা মূলত ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এখানে যারা ভালো করবে তারা জাতীয় ‘বি’ দাবায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পাশাপাশি নিজেদের রেটিং বাড়িয়ে নেওয়ারও সুযোগ পাবে তারা। নিজেদের ক্যালিবারও বাড়বে।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/আমিনুল