খেলাধুলা

নিজের জন্য আলাদা কোচ ঠিক করেছেন সোহান!

ক্রীড়া প্রতিবেদক : খবরটা চমকে দেওয়ার মতোই! জাতীয় দলের হয়ে তিন টেস্ট খেলা কাজী নুরুল হাসান সোহান নিজের জন্য আলাদা কোচ ঠিক করেছেন!

জাতীয় দলের ৩৫ জনের দলেও যখন জায়গা হয় না তখন তার করার থাকে সামান্য। তাইতো হতাশার সুর সোহানের কন্ঠে, ‘সত্যি কথা বলতে ব্যক্তিগত ট্রেনার রেখেছি প্রস্তুতির জন্য। ব্যাটিং কিংবা উইকেট কিপিংয়ের জন্য আলাদা কোচ ঠিক করেছি। আমার কাছে মনে হচ্ছে যে নিজের ক্যারিয়ার ঠিক করতে হলে নিজেকেই কিছু করতে হবে। সেদিক থেকেই এগোচ্ছি।’

জাতীয় দলের ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্প চলেছে শেষ কিছুদিন। সেখানে জায়গা হয়নি সোহানের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য বলেছিলেন, ‘সোহান আমাদের আড়াল হয়নি।’ কিন্তু সোহান কেন বাদ পড়লেন সেই ব্যাখ্যা দেননি। একই প্রশ্নের উত্তর জানা নেই সোহানেরও, ‘আসলে শেষ তিন চার বছর ধরে জাতীয় দলের সঙ্গে এভাবেই আছি। সবসময় সেই চিন্তাটাই করি যে যেকোনো সময় বাদ যেতে পারি। আপনি যখন জাতীয় দলের সঙ্গে আছেন, কিন্তু ৩৫ জনের দলে থাকবেন না, তখন নিজের কাছে খারাপ লাগবেই। ভালো ছন্দে ছিলাম। ধারাবাহিকভাবে গত কিছুদিন থেকে ভালো খেলে আসছি।’

মানসিকভাবে চাঙা থাকাই এখন সোহানের সবথেকে বড় চ্যালেঞ্জে, ‘আসলে এটি নিয়ে যদি চিন্তা করি তাহলে মানসিকভাবে অনেক নিচে নেমে যাব। সবসময়ই নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। তবে সবথেকে বড় কথা আমার মনে হয় বড় মানের খেলোয়াড় হতে হলে মানসিক দিক থেকে অনেক শক্ত হওয়া উচিত। সেদিক থেকে চিন্তা করে এই জিনিসগুলো মাথায় না আনার চেষ্টা করি।’

সামনেই ক্রিকেটের ভরা মৌসুম। জাতীয় লিগ শুরু হচ্ছে ১৫ অক্টোবর। এরপর বিপিএল, বিসিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ। খেলার অফুরন্ত সুযোগ সোহানের সামনে। কোথায় খেলছেন তা মাথায় না এনে নিজের মতো করে পারফর্ম করতে মুখিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান।

‘ঘরোয়া ক্রিকেটে সামনে অনেক বড় একটি মৌসুম আছে। ইনশাআল্লাহ লক্ষ্য থাকবে সেখানে ভালো করার। আর মূল যে বিষয়টি হল কোথায় খেলছি বা কোথায় খেলব এগুলো চিন্তা না করে নিজের কাজটা ঠিক মতো করে যাওয়া। আমার কাছে মনে হয় নিজের স্যাটিসফেকশনটা অনেক বড় জিনিস। আমি আমার শতভাগ দিচ্ছি কিনা আমার কাজের জন্য। আর দিন শেষে যদি নাও হয় আমি বলতে পারব যে আমি আমার শতভাগ দিয়েছি।’ রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/আমিনুল