খেলাধুলা

যে কারণে দলে নেই মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে মুস্তাফিজুর রহমানের না থাকাটা সবাইকে বেশ চমকেই দিয়েছে। পেস আক্রমণে তার সঙ্গী হবেন কারা, সেটা নিয়েই ছিল আলোচনা। অথচ তিনি নিজেই দলে নেই!

কেন দলে নেই মুস্তাফিজ? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, পিঠের চোটের কারণে টেস্ট থেকে বাঁহাতি এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

শুক্রবার মিরপুরে দল ঘোষণার পর মিনহাজুল বলেছেন, ‘কন্ডিশনিং ক্যাম্পের মধ্যে মুস্তাফিজের হালকা ইনজুরি পেয়েছি আমরা। গতকাল এটি দেখা হয়েছে। সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারত সফরও আছে। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আছে। এই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকেই ছিলেন মুস্তাফিজ। অনুশীলনও করেছেন নিয়মিত, বোলিংও করেছেন। দল ঘোষণার পরই মূলত জানা গেল তার চোটের খবরটা। রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৯/পরাগ