খেলাধুলা

অ্যান্ডারসনের অ্যাশেজ শেষ

ক্রীড়া ডেস্ক : পায়ের পেশির চোটে অ্যাশেজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন এই ফরম্যাটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন।

৩৭ বছর বয়সি পেসার এই চোটে প্রথম টেস্টে মাত্র চার ওভার বোলিং করতে পেরেছিলেন। এরপর খেলতে পারেননি দ্বিতীয় ও তৃতীয় টেস্টে।

ফিটনেস প্রমাণের জন্য কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় বৃহস্পতিবার চোটটা আবার নতুন করে ফিরে এসেছে অ্যান্ডারসনের।

তার জায়গায় চতুর্থ টেস্টের জন্য ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন সমারসেটের অলরাউন্ডার ক্রেইগ ওভারটন। অ্যান্ডারসনের হোম গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর।

হেডিংলিতে তৃতীয় টেস্টে বেন স্টোকসের ১৩৫ রানের মহাকাব্যিক এক ইনিংসে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড। রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৯/পরাগ