খেলাধুলা

বিহারীর সেঞ্চুরিটা প্রয়াত বাবার জন্য

ক্রীড়া ডেস্ক : আগের টেস্টে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছিলেন। পরের টেস্টে আর আক্ষেপে পুড়তে হয়নি হনুমা বিহারীকে। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। আর সেঞ্চুরিটা প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন ভারতের এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন তিন অঙ্ক ছুঁয়েছেন বিহারী। করেছেন ১১১ রান। অ্যান্টিয়ায় সিরিজের প্রথম টেস্টে তিনি আউট হয়েছিলেন ৯৩ রানে।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বিহারী বলেছেন, ‘আমার বয়স যখন ১২ বছর, তখন আমার বাবাকে হারিয়েছি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলব আমার প্রথম সেঞ্চুরিটা বাবাকে উৎসর্গ করব। আজকের দিনটা আমার জন্য আবেগের। সেঞ্চুরি করতে পেরে আমি খুব খুশি।’

বিহারীর সেঞ্চুরিতে বড় অবদান ছিল ইশান্ত শর্মারও। তার রান যখন ৬২, ভারত হারায় সপ্তম উইকেট। বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে তিনি ছাড়া আর কেউ ছিল না তখন। সপ্তম উইকেটে বিহারী ও ইশান্ত যোগ করেন ১১২ রান। ইশান্ত পেয়েছেন প্রথম ফিফটি।

নিজের সেঞ্চুরির জন্য বিহারী কৃতিত্ব দিচ্ছেন ইশান্তকেও, ‘আমি খুশি যে সেঞ্চুরি পেয়েছি, ইশান্ত শর্মাকে কৃতিত্ব দিতেই হবে। ওকে আজ পুরোপুরি ব্যাটসম্যান মনে হয়েছে। বোলাররা কী করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। ওর অভিজ্ঞতা অনেক সাহায্য করেছে।’

প্রথম দিন শেষে বিহারী অপরাজিত ছিলেন ৪২ রানে। ২৫ বছর বয়সি ব্যাটসম্যান জানালেন, বড় রানের চিন্তায় রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি, ‘আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। ভেবেছি কীভাবে রানটা বড় করা যায়। আমি খুশি যে আমার প্রথম সেঞ্চুরি পেয়েছি। বিশেষ করে এমন কন্ডিশনে। এটা আমাকে অনেক স্বস্তি দিয়েছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/পরাগ