খেলাধুলা

নাহিদার বোলিংয়ে দুইয়ে দুই বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।  এ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেল বাংলাদেশের মেয়েরা।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ রয়েছে সবার উপরে।  এর আগে প্রত্যাশিত জয়ে বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ।  মেয়েদের দাপটে স্রেফ উড়ে যায় যুক্তরাষ্ট্র।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচটি ছিল রিজার্ভ ডে’র।  প্রথম দিন বৃষ্টিতে দুই দলের লড়াই পরিত্যক্ত হয়।  সোমবারও বৃষ্টি চোখ রাঙানো দিচ্ছিল।  নির্ধারিত সময়ের পর ৩ ওভার কমিয়ে ম্যাচ গড়ায় স্কটল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১.২৪ মিনিটে।  টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাপুয়া নিউ গিনি।

ম্যাচ শুরুর পর আবার বৃষ্টির হানা।  ১৬.৩ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে ৮ উইকেটে ১০৩ রান। বৃষ্টির পর রিভাইজড টার্গেটে পাপুয়া নিউ গিনি ৮ ওভারে ৫৯ রানের লক্ষ্য পায়। তাতে দারুণ লড়াই করে পাপুয়া নিউ গিনি। কিন্তু শেষ হাসিটা হাসে বাংলাদেশ।  বৃষ্টি আইনে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সালমা বাহিনী।

শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল পাপুয়া নিউ গিনির।  প্রথম বলে এক রানের পর দ্বিতীয় বলে উইকেট পান নাহিদা আক্তার। তৃতীয় বলে আবার এক রান, চতুর্থ বলে আবার উইকেট।  শেষ দুই বলে আরও দুই রান।  বাঁহাতি স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্য নাগালে থাকলেও জয় পায়নি পাপুয়া নিউ গিনি।  ২ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন নাহিদা। ২টি উইকেট পেয়েছেন রিতু মনি।

এর আগে ব্যাটিংয়ে দলের হাল ধরেন ফাহিমা খাতুন।  শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দলের চাহিদা পূরণ করেন আগ্রাসী ব্যাটিংয়ে।  ১৮ বলে ৩২ রান করেন পাঁচ বাউন্ডারিতে।  দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন সানজিদা ইসলাম।  তবে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। আয়েশা রহমান (৪), নিগার সুলতানা (৬), রিতু মনি (৩), ফারজানা হক (১১) দ্রুত সাজঘরে ফেরেন।  পাপুয়া নিউ গিনির হয়ে বল হাতে ৩ উইকেট নেন সিবনা জিমি।

একই মাঠে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড। রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন