খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

ক্রীড়া ডেস্ক : জ্যামাইকা টেস্ট বাঁচাতে শেষ দুই দিনে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। তবে ক্যারিবীয়রা টিকতে পারেনি চতুর্থ দিনের প্রথম দুই সেশনই। আরেকটি বড় জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে ভারত।

সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৬৮ রান তাড়ায় সোমবার চতুর্থ দিন চা বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ২১০ রানে। ২৫৭ রানে জিতেছে ভারত। এর আগে তারা অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতেছিল ৩১৮ রানে। দুই ম্যাচের সিরিজ ভারতীয়রা জিতল ২-০ ব্যবধানে।

সিরিজ জিতে ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতল টানা অষ্টম টেস্ট সিরিজ। মহেন্দ্র সিং ধোনিকে (২৭) ছাড়িয়ে গড়লেন বিরাট কোহলি (২৮)।

স্যাবিনা পার্কে আগের দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের শেষ দিকে জাসপ্রিত বুমরাহর বলে মাথায় আঘাত পেয়েছিলেন ড্যারেন ব্রাভো। এদিন তিন ওভার পরই অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন তিনি (২৩)।

চতুর্থ উইকেটে রোস্টন চেজের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন শামার ব্রুকস। এরপরই জোড়া ধাক্কা। পরপর দুই ওভারে ফেরেন চেজ ও শিমরন হেটমায়ার।

এরপর ব্রাভোর কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন জার্মেইন ব্ল্যাকউড। পঞ্চম উইকেটে ব্রুকস ও ব্ল্যাকউড যোগ করেন ৬১ রান। এ জুটির ভাঙার পর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারায় স্বাগতিকরা।

ব্রুকস ৫০ ও ব্ল্যাকউড করেন ৩৯ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হওয়ার আগে ৩৯ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার।

মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা নেন ৩টি করে উইকেট। ইশান্ত শর্মা নেন ২ উইকেট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়া বুমরাহ এবার এক উইকেটের বেশি পাননি। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটির জন্য ম্যাচসেরা হয়েছেন হনুমা বিহারী। রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/পরাগ