খেলাধুলা

রেকর্ড দশমবার পর্তুগালের বর্ষসেরা রোনালদো

ক্রীড়া ডেস্ক : আগের মৌসুমটা দারুণ কেটেছে। জুভেন্টাসকে টানা অষ্টমবারের মতো সিরি ‘আ’ শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পর্তুগালকে এনে দিয়েছেন নেশনস লিগের শিরোপা। ক্রিস্টিয়ানো রোনালদো তাই অনুমিতভাবেই পর্তুগালের বর্ষসেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন। সোমবার রাতে রেকর্ড দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন সিআর-সেভেন।

পর্তুগালের সেরা হওয়ার লড়াইয়ে রোনালদো হারান অ্যাটলেটিকো মাদ্রিদের তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, স্পোর্টিং লিসবনের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং উলভসের রুবেন নেভেসকে। সোমবার রাতে লিসবনে জমকালো এক অনুষ্ঠানে সেরার পুরস্কার দেওয়া হয়।

৩৪ বছর বয়সি রোনালদো সেই ২০০৭ সাল থেকে নিয়মিত পর্তুগালের বর্ষসেরার পুরস্কার জিতে চলেছেন। এর মধ্যে শুধু ২০১০ সালে সীমাও এবং ২০১৪ সালে পেপে আলাদাভাবে পুরস্কারটি জিতেছিলেন।

বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন জেসিকা সিলভা। বেনফিকা জিতেছে বর্ষসেরা পুরুষ ও নারী ক্লাবের পুরস্কার। আর বর্ষসেরা কোচ হয়েছেন বেনফিকার বুনো লাজে।

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/পরাগ