খেলাধুলা

১০ রানে অবশিষ্ট পাঁচ উইকেটের প্রত্যাশায় তাইজুল

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ কোথায় অবস্থান করছে? তাইজুল ইসলামের সোজাসাপ্টা উত্তর,‘আমরা এখনো ঠিক জায়গায় আছি। উইকেটের অবস্থা যেকরম, খারাপ হয়েছে বলব না।’

উইকেট বিবেচনায় তাইজুল বাংলাদেশকে লড়াইয়ে রাখলেও আফগানিস্তান বিশাল লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছে, আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে।  ৫ উইকেটে ২৭১ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।  সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায় আছেন আসগর আফগান।  আরেক ব্যাটসম্যান আফসার জাজাইও উইকেটে থিতু হয়েছে।  তাদেরকে ফিরিয়ে বাংলাদেশ লক্ষ্য নাগালে রাখতে পারবে? ‘আমরা যদি ১০ রানে ৫ উইকেট তুলে নিতে পারি তাহলে তো আলহামুদিল্লাহ।’

ক্রিকেটে এমন অলৌকিক ঘটনা ঘটতেই পারে।  তাইজুলও এমনটার প্রত্যাশায়,‘ক্রিকেটে মিরাকেল যে নেই তা কিন্তা না।  কখনো হয়নি এমনটাও না।  হতেই পারে।  এটাও অস্বাভাবিক না। ’ নাঈম চা-বিরতির পর এক ওভারে ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান রহমত শাহ ও মোহাম্মদ নবীকে।  তাইজুল দিনের প্রথম সেশনে দুই উইকেট পেয়েছেন দ্রুত সময়ে।  বাঁহাতি স্পিনার এমন কিছুর প্রত্যাশায় রয়েছেন।

তবে নিজেদের প্রথম দিনের প্রাপ্তিতে সন্তুষ্ট নন এ স্পিনার,‘উইকেট যেমন বোলাররা তেমন বলই করেছে। হয়তোবা এর থেকে একটু ভাল হতে পারত। উইকেটের ব্যবহার হিসেবে পাঁচ উইকেট ঠিক আছে। এরচেয়ে আরও ভালো করার সুযোগ ছিল।  তবে আমি আমার দলকে এখনো এগিয়ে রাখব।’ রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন